কলকাতা : আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে ‘বন্ধু’কে বার্তা পাঠিয়েছিলেন বছর তেইশের তরুণী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান ‘বন্ধু’। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। বাঁশদ্রোণীর বিবেকানন্দ পার্কের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর দেহ।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১টা নাগাদ। বাঁশদ্রোণী থানার পুলিশ খবর পায়, ৯/৬ ই, বিবেকানন্দ পার্কের বাড়ি থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় পুলিশ। দেখা যায়, নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ওড়না দিয়ে ঝুলছে ওই তরুণী।
তা দ্রুত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃতার নাম সুদীপ্তা মাইতি, বয়স মাত্র ২৩ বছর। তিনি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। কেন আচমকা তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও অজ্ঞাত। তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। তরুণীর ওই ‘বন্ধু’কে জিজ্ঞাসাবাদ করে কিনারার চেষ্টায় তদন্তকারীরা।

