হাওড়া : বচসার জেরে গলার নলি কেটে খুন এক যুবককে। মৃত্যু হয়েছে, সৌভিক দত্তের। বৃহস্পতিবার গভীর রাতে লিলুয়ার পটুয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি ক্লাবে গণেশ পুজোর প্রসাদ বিতরণ হচ্ছিল। সেই কাজই করছিলেন সৌভিক। ঠিক সেই সময়ে ক্লাবের বাইরে রাস্তায় অমিত রায়চৌধুরী ও টুনটুন রায় নামে দুই যুবকের মধ্যে বচসা হচ্ছিল। আচমকা অমিত মারধর করতে শুরু করে টুনটুনকে। ঘটনাটি দেখে মারধরের প্রতিবাদ করতে এগিয়ে যান সৌভিক। যা নিয়ে তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অমিতের। এরপরেই অমিত পকেট থেকে একটি ছুরি বার করে সৌভিকের গলায় চালিয়ে দেয় বলে অভিযোগ।
ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সৌভিক। উপস্থিত ক্লাবের সদস্য ও এলাকার বাসিন্দারা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় সৌভিকের। ঘটনাস্থল থেকে অমিত ও টুনটুন নামে দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত অমিত হাওড়া আদালতে মুহুরির কাজ করে। সৌভিকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

