নদিয়া : বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে নদিয়ার বেথুয়াডহরিতে। জানা গিয়েছে, শনিবার বন্ধু নীলাঞ্জনের সঙ্গে কালিগঞ্জ এর দেবগ্রামে বেড়াতে গিয়েছিলেন শৌনক।
অভিযোগ, সেখানেই গুরুতর আহত হন শৌনক। এর পর শৌনককে নীলাঞ্জন দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করালে সেখানে তাঁর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
সে সময়ে চিকিৎসকরা শৌনককে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করতে বলেন। কিন্তু নীলাঞ্জন সেখানে শৌনককে ভর্তি না করে অসুস্থ বন্ধুকে নিয়ে যান বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। এর পর সেখানেই শৌনকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

