আইপিএল-এ আম্পায়ারদের আয় জানলেও অবাক হয়ে যাবেন

সারা বিশ্বে যতগুলি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হয় তার মধ্যে আইপিএলের জনপ্রিয়তা তুঙ্গে। ধুম ধাম করে এগিয়ে চলেছে ১৬তম আইপিএল। প্রতি ম্যাচে দেখা যাচ্ছে চার-ছক্কার ফুলঝুরি। মাঝে মাঝে দেখা যাচ্ছে হ্যাটট্রিক এবং ফাইফারও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়া দেশ-বিদেশের একাধিক ক্রিকেটারদের দাম হয় আকাশছোঁয়া। আইপিএল থেকে আয়ের দিকে পিছিয়ে নেই আম্পায়াররাও। আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের মতোই লক্ষ লক্ষ টাকা পান আম্পায়াররাও। বিভিন্ন ক্যাটেগরিতে টাকা পান আইপিএলের আম্পায়াররা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি ম্যাচ পিছু ঠিক কত টাকা দিয়ে পকেট ভর্তি করেন আম্পায়াররা? বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে, আইপিএলের নিয়ম অনুযায়ী আম্পায়ারদের দু’টি বিভাগে ভাগ করা হয়। তাঁদের অভিজ্ঞতা, কাজের দক্ষতা অনুযায়ী এই ক্যাটেগরি ভাগ করা হয়। আইসিসি এলিট প্যানেলের আম্পায়াররা আইপিএলের বিভিন্ন ম্যাচ পরিচালনা করেন। পাশাপাশি কয়েকজন আম্পায়ার থাকেন ‘ডেভেলপমেন্ট’ ক্যাটেগরিতে। আইসিসি এলিট প্যানেলে থাকা আম্পায়াররা আইপিএলে প্রতি ম্যাচে আম্পায়ারিংয়ের জন্য পান ১.৯৮ লক্ষ টাকা। দ্বিতীয় ক্যাটেগরিতে থাকা ডেভলপমেন্ট আম্পায়াররা আইপিএলের প্রতি ম্যাচে আম্পায়ারিং করে পান ৫৯ হাজার টাকা। জানা গিয়েছে, এক একজন আম্পায়ার আইপিএলে গড়ে ২০টি ম্যাচে আম্পায়ারিং করে থাকেন। যার ফলে একটি আইপিএল মরসুমে একজন আম্পায়ার প্রায় ৪০ লাখ টাকা উপার্জন করতে পারেন। এ ছাড়াও আম্পায়ারদের পোশাকে লাগানো স্পনসরশিপ লোগো থেকেও তাঁরা বেশ কিছু অর্থ উপার্জন করে থাকেন। পুরো আইপিএল মরসুমে যা প্রায় ৭.৩০ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 18 =