বি-টাউন কাপলদের মধ্যে অন্যতম শাহিদ-মীরা (Shahid Kapoor) জুটি। ৭ সেপ্টেম্বর মীরা (Meera Kapoor) পা দিলেন তাঁর ৩১ তম জন্মদিনে, সেই উপলক্ষে আদুরে পোস্ট লিখলেন স্বামী শাহিদ কাপুর। অভিনেতা বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের ভালোবাসা ও জন্মদিনের শুভেচছা জানান। শাহিদ লেখেন, ‘ শুভ জন্মদিন আমার ভালোবাসা, ভগবান তোমায় একগুচছ খুশির সঙ্গে বেঁধে আমার জন্য রেখেছিলেন, তোমায় পেয়ে আমি সারা জীবনের মতো খুশি।
উল্লেখ্য, শাহিদ এবং মীরা ২০১৫ সালে দিল্লির ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে বিয়ে সম্পন্ন করেন। তাদের একটি মেয়ে ও ছেলে রয়েছে। সম্প্রতি, মীরার জন্মদিনের আগে এই কাপল লন্ডনের ট্যুরে দেখা গিয়েছিল। তবে, শাহিদ এখন ব্যস্ত রয়েছে বিশাল ভারদ্বাজের পরবর্তী ছবির জন্য, তবে ছবির নাম এখনও খোলসা করেননি পরিচালক। বিপরীতে থাকবেন তৃপ্তি দিমড়ি। এছাড়া ছবিতে দেখা যাবে নানা পাটেকর, ফরিদা জালাল সহ অন্যান্য বিশিষ্ট অভিনেতারা।

