পঞ্জাবে যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ পদক জিতে রাজ্যের মুকুটে নতুন পালক যোগ

হাবড়া: পঞ্জাবে অনুষ্ঠিত সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে হাবড়া যোগা আকাডেমির পাঁচ জুনিয়র প্রতিযোগী জাতীয় স্তরে পদক জিতে রাজ্যের মুকুটে নতুন পালক যোগ করলেন যোগার মধ্য দিয়ে। গত মাসের পঞ্জাবের ফিরোজপুরের দাস অ্যান্ড ওয়াল্ড অনুষ্ঠিত হয় জাতীয় যোগা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশের মোট ২৪টি রাজ্য অংশগ্রহণ করেন। তার মধ্যে প্রথম স্থান অধিকার করেন আমাদের রাজ্য তথা পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হরিয়ানা এবং তৃতীয় স্থান অধিকার করেন মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গ থেকে মোট ৩০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তার মধ্যে উত্তর ২৪ পরগনার হাবড়া যোগা অ্যাকাডেমির পাঁচজন ছিলেন পাঁচ জনের মধ্যে পাঁচ জনই পদক জিতেছেন। এই পাঁচজন হলেন দত্তপুকুরের বাসিন্দা আন্ডার টেন গ্রুপের পৌষানী সাহা সিলভার পেয়েছেন অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকার করেছেন, আন্ডার টুয়েলভ পৌষানী কংসবণিক দত্তপুকুরের বাসিন্দা দ্বিতীয় স্থান অধিকার করেছেন অর্থাৎ সিলভার পদক জিতেছেন, স্বস্তিকা পাল আন্ডার টুয়েলভ দত্তপুকুরের বাসিন্দা ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। পাশাপাশি হাবড়ার বাসিন্দা পুষ্পিতা দেবনাথ আন্ডার ফর্টিন গ্রুপে ব্রোঞ্জ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন এবং হাবড়ার বাসিন্দা আন্ডার ফর্টিন সম্রাট সেন চতুর্থ স্থান অধিকার করেন। এরা সকলেই জাতীয় কোচ তথা হাবড়া যোগা অ্যাকাডেমীর প্রশিক্ষক পেশায় শিক্ষক বিপ্লব আইচের তত্ত্বাবধানে খুব ছোট বয়স থেকেই প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষক বিপ্লব আইস জানিয়েছেন, যারা পদক পেয়েছেন এরা সকলেই আগামীদিনে যে এশিয়ান যোগা চ্যাম্পিয়নশিপ হবে তাতে সুযোগ পেল। সব থেকে আনন্দের খবর হল সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। বর্তমান সমাজের জন্য যোগা কতটা প্রয়োজনীয় প্রশ্ন করা হলে তিনি বলেন, শরীরকে সুস্থ রাখতে হলে যোগাসনের কোনও বিকল্প নেই। আজকে যারা পদক পেয়েছে এরাও একসময় শরীরকে সুস্থ রাখার জন্যই শুধুমাত্র যোগাসনে ভর্তি হয়েছিল আজ তারা শরীর চর্চার পাশাপাশি দেশের নাম উজ্জ্বল করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =