ঘরের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ভারত। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার ইতি হয়েছিল। ওয়ান ডে ফরম্যাটে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে অপেক্ষার অবসান শেষে আবারও অপেক্ষা। ২০১৩ সালে শেষ বার কোনও আইসিসি ট্রফি জিতেছে ভারত। ২০১৩ সালে ধোনির নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এ বার ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফের একবার ট্রফির স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তার আগে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে বড় মন্তব্য দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আইপিএলের ১৬তম সংস্করণে নজর কেড়েছেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। একটি সেঞ্চুরিও করেছেন। তেমনই আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন যশস্বী। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ বলে অর্ধশতরান করেছিলেন যশস্বী। আইপিএলের আগে ঘরোয়া ক্রিকেটেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। পুরস্কারও পেয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্ট্যান্ড বাই স্কোয়াডে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে মূল স্কোয়াডে সুযোগ পান যশস্বী। ডমিনিকায় সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় যশস্বীর। অভিষেক টেস্টে শতরানের নজির রয়েছে বেশ কয়েক জন ক্রিকেটারের। সেই তালিকায় সংযোজন যশস্বী জয়সওয়াল। লর্ডসে টেস্ট অভিষেক শতরান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১৭১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন যশস্বী। তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে সৌরভকেও। তাঁকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা উচিত, এমনটাই মনে করেন দেশের অন্যতম সফল অধিনায়ক। এদিন ইডেনে সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদমাধ্যমে কথা বলেন সৌরভ। সেখানেই বলেন, ‘বিশ্বকাপের টিমে থাকা উচিত যশস্বীর।’ যশস্বীর আগ্রাসী ব্যাটিং মনে ধরেছে সৌরভের। ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো যশস্বীকে বিশ্বকাপের জন্য ভাবছে না। সেপ্টেম্বরে রয়েছে এশিয়ান গেমস। খেলবে ভারতের ক্রিকেট দলও। পুরুষদের দলে সুযোগ পেয়েছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন এশিয়ান গেমসের স্কোয়াডে রয়েছেন যশস্বীও। এশিয়ান গেমস শুরু কয়েক দিন পরই শুরু হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ। ফলে যাঁরা এশিয়ান গেমসের টিমে রয়েছেন, তাঁদের বিশ্বকাপে সুযোগ ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। সৌরভ অবশ্য মনে করছেন, যশস্বীকে বিশ্বকাপে খেলানো উচিত। টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড সিদ্ধান্ত বদলায় কীনা, দেখার।