আরও একবার জুটি বাঁধতে চলেছে ইয়ামি গৌতম ও সানি কৌশল, কোন সিনেমার জন্য?

ফের আরও একবার জুটি বাঁধতে চলেছে ইয়ামি গৌতম (Yami Gautam) ও সানি কৌশল (Sunny Kaushal)। এর আগে দীনেশ বিজনের স্ক্যাম থ্রিলার ‘চোর নিকল কে ভাগা’য় (Chor Nikal Ke Bhaga) জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। নেটফ্লিক্সে প্রিমিয়ার হওয়ার পর সবথেকে বেশি দেখা সিনেমার মধ্যে নাম লিখিয়েছিল এই সিনেমা। বিশিষ্ট সূত্রে জানা যাচেছ, দীনেশ বিজন তৈরি এই ছবির সিক্যুয়েলের জন্য।

জানা যাচেছ, ছবির স্ক্রিপ্ট নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। চলতি বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। সিনেমার সিক্যুয়েলে বেশ কিছু অংশ ত্রু«জে শুট করা হবে, এবং সেখানেই কাহিনি শুরু হবে। ছবির নির্মাতারা আন্তর্জাতিক জলেই শুটিং করতে চাইছেন। এর জন্য একটি ত্রু«জ ভাড়া নেওয়ারও চিন্তাভাবনা করা হচেছ। আগের পার্টটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও, সিক্যুয়েল হলেই মুক্তি পাবে বলে ছবির নির্মাতারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 16 =