তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং

পর পর তিনবার চিনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন তিনি শি জিনপিং।  শুক্রবার চিনা পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জিনপিং। লাল ফৌজের শীর্ষ পদেও আসীন হলেন হলেন জিনপিং। ওয়াকিবহালের মতে এর ফলে চিনে একনায়কতন্ত্র চালু হতে চলেছে। চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জে দং-এর পরে একমাত্র জিনপিং এই কৃতিত্বের অধিকারী হয়েছেন।

জানা গিয়েছে, চিনা পার্লামেন্টের প্রায় ৩ হাজার সদস্যের সহমতেই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন জিনপিং। এই নিয়ে তৃতীয়বারের জন্য দেশের শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ঝাও লেজি। পার্লামেন্টের প্রধান পদে বসতে চলেছেন হান ঝেং।

গত বছর অক্টোবর মাসেই চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলেন জিনপিং। যদিও দলের নিয়মে একাধিক বদল এনেছেন তিনি। টানা দশ বছর দলের সাধারণ সম্পাদক থাকার পরে অব্যাহতি দেওয়ার নিয়ম ছিল। কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দলের শীর্ষ পদে নিজের জায়গা কায়েম করেছেন জিনপিং। একই কৌশলে দেশের প্রেসিডেন্ট পদকেও কার্যত কুক্ষিগত করে ফেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =