বিশ্ব যুব ব্রিজ, চিনকে হারিয়ে ভারতের পদক জয়ে অবদান ৬ বাঙালির

চিনের বিরুদ্ধে জয়। পদক জিতল ভারত। বিশ্ব যুব ব্রিজ (তাস) প্রতিযোগিতায় অনবদ্য সাফল্য ভারতের। আর এতে সিংহভাগ অবদান বাংলার। ১৮তম বিশ্ব যুব ব্রিজ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল নেদারল্যান্ডসের ভেল্দোভেনে। অনূর্ধ্ব ৩১ এই প্রতিযোগিতায় ৬ সদস্যের ভারতীয় দল অংশ নেয়। দলে ছিলেন সাগ্নিক রায়, সায়ন্তন কুশারি, সৌভিক কর, প্রীতম দাস, ঋক চক্রবর্তী, স্বর্ণাশিস চট্টোপাধ্যায়। ব্রোঞ্জ জিতল ভারতের এই দল। এশিয়ান গেমসেও দারুণ সাফল্য পেয়েছিল ভারত। এ বার বিশ্ব যুব ব্রিজ প্রতিযোগিতায় ভারতের বড়সড় সাফল্য। ৩১ জুলাই থেকে ৭ অগস্ট অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সেমিফাইনালে ফ্রান্সের কাছে অল্পের জন্য হেরে যায় ভারত। তবে ব্রোঞ্জ পদকের ম্যাচে রুদ্ধশ্বাস জয়। গতকাল ৬ সদস্যের ব্রিজ দল চিনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতে। ভারতীয় দলের কোচ ছিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার। একটা সময় বলা হত, তাস পাশা সর্বনাশা। আবার অনেক ক্ষেত্রে তাসের নেশা সর্বনাসা! শিবনাথ দে সরকারদের সৌজন্যে সেই ধারণা বদলেছিল। এখন আর তা বলা যায় না। এই খেলাকে ভরসা করে ভারতের ঝুলিতে একের পর এক আন্তর্জাতিক পদক আসছে। নতুন সংযোজন এই ব্রোঞ্জ পদক। নেদারল্যান্ডসে যুব ব্রিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউরোপ, আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। ভারত থেকেও এই প্রতিযোগিতার জন্য বড়সড় দল পাঠানো হয়। সোমবার ফাইনালে ৬ জন বাঙালি খেলোয়াড় নিয়ে গঠিত দল চিনকে ৮ পয়েন্টে হারিয়ে দেয়। ভারতের পক্ষে ফল ১১২-১০৪। এরপরই তাদের গলায় ওঠে ব্রোঞ্জের পদক। ৩১ বছরের নিচে এই ভারতীয় দলের কোচ ছিলেন ২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য শিবনাথ দে সরকার। এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতে খুশি কোচ এবং খেলোয়াড়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + six =