উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু বিশ্বকাপ?

যে কোনও মেগা ইভেন্ট শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠান দর্শকদের মন দ্বিগুণ ভালো করে দেয়। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ বারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে নজরকাড়া। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। তার ঠিক একদিন আগেই নাকি উদ্বোধনী অনুষ্ঠান হয়ে যাবে বলে শোনা যাচ্ছিল। তারকায় ঠাসা ওপেনিং সেরেমনি হওয়ার কথা ছিল। কিন্তু কোথায় কী! বরং সে গুড়ে বালি বললে ভুল বলা হবে না। বিশ্বকাপ শুরুর ঠিক দু’দিন আগে হঠাৎ বিভ্রান্তি। শোনা যাচ্ছে এ বারের বিশ্বকাপের ওপেনিং সেরেমনিই হবে না। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৪ অক্টোবর বিশ্বকাপের জমকালো ওপেনিং সেরেমনি হওয়ার কথা ছিল। ভালো ভাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য টুর্নামেন্টের শুরুর দিনের জায়গায় একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের একদিন আগে ক্যাপ্টেন্স মিট হওয়ার কথা। তারপরই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হত। কিন্তু এখন শোনা যাচ্ছে তা হবে না। বরং শোনা যাচ্ছে, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আশা ভোঁসলে, রণবীর সিং, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বরুণ ধাওয়ান ও তামান্না ভাটিয়ার। আপাতত যা শোনা যাচ্ছে তাতে তারকায় ঠাসা ওপেনিং সেরেমনি হবে না ঠিকই, কিন্তু ৪ অক্টোবর লেজ়ার শো হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপের ফাইনাল। শোনা যাচ্ছে, ওই দিন সমাপ্তি অনুষ্ঠান হতে পারে। তা ছাড়া ভারত-পাক ম্যাচের আগেও হতে পারে কোনও অনুষ্ঠান। এখনও কোনও কিছু নিশ্চিত নয়। বিসিসিআই, আইসিসির পক্ষ থেকে কোনও সরকারি সিদ্ধান্ত জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + one =