বিশ্বকাপ বাছাই পর্ব: ব্রাজিল দলে এবারও ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউস ও রদ্রিগোও

কলকাতা : বিশ্বকাপ বাছাইয়ের চিলি ও বলিভিয়ার জন্য সোমবার যে দল ঘোষণা হয়েছে সেই দলে অনেক পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। দলে এবারও নেই নেইমার, নেই ভিনিসিউস ও রদ্রিগোও।

মঙ্গলবার প্রকাশিত দলে রয়েছে বেশ কিছু নতুন মুখ-কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জ। এরই মধ্যে বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে ব্রাজিল। প্রতিপক্ষ চিলির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে, আর বলিভিয়া এখনো অন্তত প্লে-অফে জায়গা পাওয়ার জন্য লড়ছে। যে জন্য তাদের ব্রাজিলকে হারানোর বিকল্প নেই।

চিলির বিপক্ষে ম্যাচটি হবে ৪ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৯ তারিখ এল আল্টোতে।

ব্রাজিলের স্কোয়াড:

গোলকিপার:
অ্যালিসন, বেন্তো, হুগো সৌজা

ডিফেন্ডার:
আলেকসান্দ্রো রিবেইরো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন, ওয়েসলি

মিডফিল্ডার:
আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড:
এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =