রানিগঞ্জে পালিত বিশ্ব মাদকবিরোধী দিবস

নিজস্ব প্রতিবেদন, রানিগঞ্জ: কয়লাঞ্চল শিল্পাঞ্চল আজ যেন মাদকাসক্তদের জন্য মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে অভিযোগ। এবার সেই বিশ্ব মাদকবিরোধী দিবস বা ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে পালনের দিনে, খনি অঞ্চলে মাদক সেবনের ক্ষতিকর বিষয়গুলি তুলে ধরলেন খুব কাছ থেকে এই জটিল রোগে আক্রান্তদের দুর্ভোগ দেখা চিকিৎসকরা।
তাঁদের দাবি, বারংবার বহু নিষেধাজ্ঞা জারি করার পরও মাদক সেবন বন্ধ করার কোনও মানসিকতাই যেন নেই প্রশাসনের এক স্তরের মানুষজনেদের। যা দিকে দিকে মাদক সেবনের প্রতি আসক্তি বাড়ার বিষয় লক্ষ্য করে, এমনটাই ধারণা করছে ভুক্তভোগী পরিবারগুলি। শিল্পাঞ্চলের দিকে দিকে তাই বহু মাদক, বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও এলাকার ব্যবসায়ীরা তা দেদার বিক্রি করে চলেছেন বলে অভিযোগ। অভিযোগ, মাদক সেবনের প্রতি নানান নিষেধাজ্ঞা কড়া ভাবে আরোপ করা হলেও, সে সকল নিয়ম-নীতি মানছে না কেউ।
এই সকল বিষয়কেই মাথায় রেখে এবার মানুষের সেবা যত্ন করে চলা চিকিৎসকরা এবার শুধুমাত্র নিজেদের চিকিৎসা কেন্দ্রে সাধারণ মানুষকে পরামর্শ দিয়ে ক্ষান্ত না হয়ে, তাঁরা এবার সাধারণ মানুষের মাঝে, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, অর্থাৎ আইএমএ সংস্থার মাধ্যমে রানিগঞ্জ শাখার পক্ষ থেকে নেতাজি স্ট্যাচু লাগোয়া এলাকায় ৩১ মে বিশ্ব মাদক বিরোধী দিবস বা ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে পালনের লক্ষ্যে নিল মাদকবিরোধী দিবস পালনের অভিনব উদ্যোগ।
এদিন রানিগঞ্জের অসংখ্য চিকিৎসক বিশেষ করে পুরুষদের পাশাপাশি মহিলা চিকিৎসকরা, এই দিনটিকে মানুষের মাঝে তুলে ধরেন, কেন তামাকজাত পদার্থ আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সে বিষয়গুলি সাধারণের মাঝে তুলে ধরতে বিভিন্ন ব্যানার ফেস্টুন সহযোগে চালালেন প্রচার। তামাক বর্জনের কারণ ও এই তামাক ব্যবহারের প্রভাবে কিরূপ ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ, তা তাঁরা তুলে ধরলেন নিজের বক্তব্যে। এদিনের এই কর্মসূচিতে বিশেষ ভাবে উপস্থিত হন, আইএমের সভাপতি ড. চৈতালি বসু, ড. অরূপানন্দ পাল, ড. পিয়ালী দাসগুপ্ত, ড. সুবর্ণা গঙ্গোপাধ্যায়, ড. এস মাঝি, ড. সমিরন দাশগুপ্ত প্রমুখ। বিভিন্ন ব্যানার পোস্টারে তামাক সেবনের ক্ষতিকর সব বিষয়গুলি তুলে ধরে মানুষের মাঝে, কী কারণে এসব ক্ষতি হয়ে থাকে, তা তুলে ধরা হয় পোস্টার, ব্যানারের বিভিন্ন ছবির মধ্যে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা শুধু এ ধরনের প্রচার কর্মসূচি করেই থেমে থাকবেন না আগামীতে লাগাতার চলবে এই মাদকের বিরুদ্ধে প্রচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =