বোনাসের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ, ২০ ঘন্টা রাস্তা অবরোধ

জলপাইগুড়ি : বোনাস পাননি জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা। প্রতিবাদে ২০ শতাংশ বোনাসের দাবিতে ২০ ঘন্টারও বেশি সময় ধরে চালসা-মেটেলি রাজ্য সড়কের আইভিল মোড় এলাকায় পথ অবরোধ করে রেখেছেন তাঁরা। এখনও মেলেনি কোনো সমাধানসূত্র। এদিকে অবরোধের জেরে শনিবার পথের দুই ধারে বহু যানবাহন আটকে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে মেটেলি থানার বিশাল পুলিশবাহিনী।

২০ শতাংশ বোনাসের দাবিতে নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা শুক্রবার জাতীয় পতাকা হাতে হেঁটে রওনা দেন চালসার উদ্দেশে। আইভিল মোড় এলাকায় বিশাল পুলিশবাহিনী ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। গতকাল দুপুর ২টা থেকে পথ অবরোধে শামিল হয়েছেন শ্রমিকরা। তাঁদের সঙ্গে রাস্তায় বসে পড়েন সাংসদ মনোজ টিগ্গা, নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরাও। রাতে একই মালিকানাধীন কিলকোট চা বাগানের ম্যানেজার অবরোধকারীদের সঙ্গে গিয়ে কথা বললেও কোনো সমাধান বের হয়নি।

প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর বাগান কর্তৃপক্ষের তরফে পুজোর আগে ১০ শতাংশ, ৩১ ডিসেম্বরের মধ্যে ৫ শতাংশ ও বাকি ৫ শতাংশ ফাগুয়া উৎসবের সময় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এই হারে বোনাস নিতে নারাজ শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =