তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সামনেই অর্জুন সিংকে স্বাগত জানিয়ে স্লোগান, ভাইরাল ভিডিও

ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের ধারে পুরসভার কাছে ঈদ মিলন উৎসবের আয়োজন করেছিল দলীয় কর্মীরা। বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নূরে জামাল, প্রাক্তন পুর প্রশাসক গোপাল রাউত ও প্রাক্তন কাউন্সিলর মাকসুদ আলমকে সঙ্গে নিয়ে একবারে উৎসব মঞ্চের কাছে এসে পড়েন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। ঠিক সেই মহুর্তে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে স্বাগত জানিয়ে স্লোগান দেন দলীয় কর্মীরা। প্রতিপক্ষের নামে স্লোগান শুনে চরম অস্বস্তিতে পড়লেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। যদিও পরে ‘ভূল’ শুধরে নেন দলীয় কর্মীরা। এমনকি অনুষ্ঠানের সঞ্চালক ভূল ঘোষণার জন্য ক্ষমাও চেয়ে নেন। ঘটনা যাই হোক। তৃণমূল প্রার্থীর সামনে অর্জুন সিংকে স্বাগত জানিয়ে স্লোগানের সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এখন ভাটপাড়া-সহ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আনাচে কানাচে মানুষের মোবাইলে ঘুরছে সেই ভিডিও। যদিও ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মন্তব্য করতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, আসলে পার্থ ভৌমিককে তো কেউ চেনে না। মানুষের সঙ্গে ওর তেমন যোগাযোগও নেই। তাঁর তির্যক মন্তব্য, ও তো মানুষের মধ্যে না থেকে ‘মাতাল এন্ড কোম্পানি’র মধ্যে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =