দুর্গাপুর : দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত একটি বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্লান্টে ট্রান্সফরমারের সুইচবক্স বিস্ফোরণে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম সাধন বাউরি (৪৯), তিনি কোকওভেন থানার কালীপুর এলাকার বাসিন্দা। আহত দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্যান্য দিনের মতো সোমবার সকালেও কাজ করছিলেন শ্রমিকরা।
দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমারের সুইচবক্স বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে গুরুতরভাবে আহত হন সাধন বাউরি। তাঁকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।