ব্যারাকপুর: কর্মরত অবস্থায় মেশিনে আটকে এক শ্রমিকের মৃত্যু ঘিরে বুধবার সকালে উত্তেজনা ছড়াল টিটাগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সানবিম বাণিজ্য প্রাইভেট লিমিটেড কারখানায়। যদিও এটা ফিতাকল জুটমিল হিসেবেই বেশি পরিচিত। মৃত শ্রমিকের নাম হুজুর আলি ( ৫৩)। তাঁর বাড়ি টিটাগড় থানার ওল্ড ক্যালকাটা রোডে।
ঘটনার পর মৃতের পরিবারের লোকজন ঘটনাস্থলে হাজির হলে তা থেকে উত্তেজনা ছড়ায়। তপ্ত পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর সুরেন্দ্রকুমার বর্মা ও টিটাগড় থানার পুলিশ। ঘটনা নিয়ে কাউন্সিলর সুরেন্দ্রকুমার বর্মা বলেন, ‘ব্যাচিং বিভাগে মাথায় গামছা পেঁচিয়ে কাজ করছিলেন ঠিকা শ্রমিক হুজুর আলি। মেশিনের হাওয়া ওকে টেনে নিলে, মেশিনের মধ্যে ওঁর শরীরের অর্ধাংশ ঢুকে যায়। ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়।’ তিনি জানান, মিল কর্তৃপক্ষ ও ঠিকাদার মহম্মদ আমজাদের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পুলিশের দাবি, শরীরের ওপরের অংশে যান্ত্রিক আঘাত জনিত কারণেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।