কাজের চাপ, কর্মবিরতির ডাক ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলে

ব্যারাকপুর :মাত্রারিক্ত কাজের চাপ বাড়ানোর অভিযোগ তুলে মালিক পক্ষের বিরুদ্ধে এবার আন্দোলনে নামলেন ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের শ্রমিকরা। কাজের চাপ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালনের ডাক দিলেন শ্রমিকরা। জানা গিয়েছে, স্থায়ী-অস্থায়ী মিলিয়ে এই মিলে পাঁচ হাজার জন শ্রমিক কাজ করেন। কাজের চাপ না কমালে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ শ্রমিকরা। ড্রয়িং বিভাগের শ্রমিক রাজ কুমার সাউ বলেন, শ্রম দেওয়ার ক্ষমতার ঊর্ধ্বে কাজের চাপ বাড়ানো হচ্ছে। তাই স্প্রিং বিভাগের শ্রমিকরা প্রথমে প্রতিবাদ জানিয়েছে। পরবর্তীতে এর প্রভাব পড়েছে গোটা মিল জুড়ে। এই মিলের তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কাস ইউনিয়নের সম্পাদক রামকরন চৌধুরী জানান, স্প্রিং বিভাগে ‘ডিটু’নামক নতুন মাল উৎপাদনের জন্য শ্রমিকদের কাজের চাপ বেড়ে গিয়েছে। ওই বিভাগের শ্রমিকরা কাজের চাপ সহ্য করতে না পেরে কাজ বন্ধ রেখে তারা আন্দোলনে সামিল হয়েছেন। শ্রমিক নেতার কথায়, মঙ্গলবার থেকে মিল সাইডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে হরতাল শুরু করেছেন। বুধবার থেকে ফ্যাক্টরি সাইডের শ্রমিকরাও কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন। তবে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে বলে জানালেন এই শ্রমিক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 1 =