ক্যাপ্টেনের অনবদ্য সেঞ্চুরি, ক্রিজে ঋদ্ধিমান; চালকের আসনে বাংলা !

রঞ্জি ট্রফিতে দুটো হোম ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলা। মরসুম শুরু হয়েছিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ছয় পয়েন্টের সম্ভাবনা থাকলেও সেই ম্যাচে এসেছিল তিন পয়েন্ট। তবে ঘরে ফিরে হতাশায় কেটেছিল বাংলার। বৃষ্টির কারণে বিহার ম্যাচ পুরোপুরি ভেস্তে গিয়েছিল। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এরপর কেরলের বিরুদ্ধে থাবা বসায় বৃষ্টি। শেষ অবধি ম্যাচ হলেও দু-দলের একটি করে ইনিংসও সম্পূর্ণ না হওয়ায় এক পয়েন্ট করে ভাগ হয়। এ বার অ্যাওয়ে ম্যাচে বাংলার প্রতিপক্ষ কর্ণাটক। প্রথম দিন স্মরণীয় হয়ে থাকল ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরিতে।

অভিষেক পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমারের মতো ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায়। তাঁদের ছাড়াই খেলতে হচ্ছে বাংলাকে। মহম্মদ সামির ফেরার কথা থাকলেও তিনি ফিট নন। কর্ণাটকের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাংলার শুরুটাও ভালো হয়নি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক। কৌশিকের অনবদ্য বোলিংয়ে শুরুতেই শুভমন দে ও তিনে নামা সুদীপ ঘরামির উইকেট হারায় বাংলা।

আর এক ওপেনার সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনবদ্য জুটি গড়েন ক্যাপ্টেন অনুষ্টুপ মজুমদার। সুদীপ হাফসেঞ্চুরিতে ফেরেন। অনুষ্টুপ ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষ বেলায় ফের চাপে পড়ে বাংলা। ক্যাপ্টেনের পর ২২ রানেই ফেরেন অভিলিন ঘোষ। তবে বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদের সঙ্গে ক্রিজে রয়েছেন বাংলার অভিজ্ঞ কিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা (৫৪)। শাহবাজ ৫৪ রানে ক্রিজে। প্রথম দিন ৫ উইকেট হারিয়ে বাংলা ২৪৯ রান তুলে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + fourteen =