মিতালি-ঝুলনদের বাদ দিয়েই টি-২০ চ্যালেঞ্জের দল বাছলো বিসিসিআই

আসন্ন উইমেন’স টি-২০ চ্যালেঞ্জের জন্য সোমবার দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডে। তিন দলের এই টুর্নামেন্টে অংশ নেবে হরমনপ্রীত কউরের সুপারনোভাস, স্মৃতি মন্ধনার ট্রেইলব্লেজার্স ও দীপ্তি শর্মার ভেলোসিটি।

আগামী ২৩-২৮ মে পুণের এমসিএ ক্রিকেট স্টেডিয়ামে হবে এই টি-২০ টুর্নামেন্ট। তবে খেলছেন না দেশের দুই অভিজ্ঞ তারকা মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। সূত্রের খবর তাঁদের বিশ্রাম দিয়েছে বোর্ড। ভারতীয় মহিলা দলের সঙ্গেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খেলবেন উইমেন’স টি-২০ চ্যালেঞ্জে। এবার মোট ১২ জন বিদেশি তারকা অংশ নিয়েছেন। প্রতিটি দলই ১৬ সদস্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =