মহিলাদের অসম্মান, পুরমন্ত্রীর কটাক্ষ সন্দেশখালি থানাতে বিজেপির তরফে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি

কলকাতা : বিধানসভার উপনির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ভোটপ্রচারে গিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ মহিলাদেরকে অসম্মান করেন।

বিরোধী দলের তরফে অভিযোগ, তিনি তাঁর বক্তব্য রাখতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তীর্যক মন্তব্য করেছেন এই অভিযোগে বৃহস্পতিবার থানা ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। এ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তীব্র প্রতিবাদ জানাতে ভারতীয় জনতা পার্টির তরফেও এক কর্মসূচি নেওয়া হয়।

এদিন সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও পরবর্তীতে ডেপুটেশন দেওয়া হয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রেখা পাত্রের নেতৃত্বেই মহিলাদের সংগঠিত করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে । মা বোনেদের অসম্মান কারী ফিরহাদ হাকিমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে – এই প্ল্যাকার্ড ছিল মহিলাদের হাতে। অত্যাচারী তৃণমূল কংগ্রেসের দালালরা সাবধান ও হুঁশিয়ার – এই ধরনের প্ল্যাকার্ড ও বিভিন্ন বক্তব্য সম্বলিত পোস্টার। প্রতিবাদী মহিলাদের মুখে সরকার বিরোধী নানা স্লোগানে মুখরিত হয় থানা এলাকা।

উল্লেখ্য, সন্দেশখালির প্রতিবাদী মহিলারা এই দলীয় কর্মসূচিতে যোগদান করেন। অনেকেই উপস্থিত ছিলেন। প্রসঙ্গত হাড়োয়া পি জি হাইস্কুল মাঠে ও দেগঙ্গা চাঁপাতলা গোসাঁইপুর বাজারে এক জোড়া নির্বাচনী সভায় গতকাল পুরমন্ত্রী যোগদান করেন ও বক্তব্য রাখেন। মহিলাদের নিয়ে তিনি নানা তীর্যক মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + seven =