ভয়ডরহীন ক্রিকেটের ডাক দিলেন মহিলাদের কোচ

কাল থেকে শুরু ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ভারতের মহিলা ক্রিকেটে নতুন শুরুও বলা যায়। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে এই সিরিজ থেকেই। সদ্য ভারতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন অমোল মুজুমদার। দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ তাঁর। শুরুতেই জানিয়ে দিলেন, ভয়ডরহীন ক্রিকেটেই ভরসা রাখতে তাঁর টিম।

রমেশ পওয়ারের পর কার্যত কোচহীন ছিল ভারতীয় দল। হৃষিকেশ কানিতকার ব্যাটিং কোচ ছিলেন। তিনি দায়িত্ব সামলেছেন। তেমনই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং এশিয়ান গেমসে নুসিন আল কাদির ছিলেন। পূর্ণ সময়ের দায়িত্ব নিয়েছেন অমোল মুজুমদার। টি-টোয়েন্টি সিরিজের আগের দিন সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীতদের কোচ বলেন, ‘আমাদের একটা ধারা বজায় রাখতে হবে। এত দিন আমরা ভয়ডরহীন ক্রিকেটের জন্য পরিচিত ছিলাম, সেই ধরনের খেলাতেই নজর থাকবে।’

ভারতীয় দলের ভয়ডরহীন ক্রিকেটে দুই ভরসার নাও জানিয়ে দিলেন অমোল। বলছেন, ‘শেফালি (ভার্মা) ও জেমাইমা (রডরিগজ), এই দু-জনই গুরুত্বপূর্ণ সদস্য। ওরা যে ভাবে খেলছে, সেই খেলাটাই যাতে বজায় রাখে, এমন বার্তাই দিয়েছি। আমাদের নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সুতরাং, প্রতিটা ম্যাচ এবং সিরিজের আলাদা গুরুত্ব রয়েছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দুটোর আলাদা মাত্রা রয়েছে। দলের প্রত্যেকেই এই সিরিজের জন্য মুখিয়ে রয়েছে।’

মিশন বিশ্বকাপে দুটি বিষয়ে কোনও আপোশ করতে নারাজ ভারতীয় দলের নতুন হেড কোচ। ফিটনেস এবং ফিল্ডিং। দলের সকলকেই এই নিয়ে পরিষ্কার বার্তা নিয়েছেন অমোল মুজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 18 =