নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: এদিন প্রতিটি বাড়িতে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে যখন আনন্দে মেতে উঠেছে, তখনই কাঁকসার রাজবাঁধ সংলগ্ন শিশুসদনের ৪২ জন পড়ুয়ার উৎসবহীন বিষণ্ণতার কথা জানতে পেরে তাদের হাতে রাখি পরালেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪২ জন অসহায় পড়ুয়াদের বুধবার দুপুর একটা নাগাদ রাজবাঁধ শিশুসদনে গিয়ে রাখি পরান কাঁকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। কাঁকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার জানিয়েছেন, যখন বাড়িতে বাড়িতে বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে আনন্দে মেতে উঠেছে, তখন সেই আনন্দ থেকে বঞ্চিত থাকে শিশুসদনের অসহায় পড়ুয়ারা। তাই দলের মহিলা কর্মীদের দিয়ে ওই অসহায় শিশু ও কিশোরদের হাতে রাখি পরানোর পাশাপাশি তাদের মিষ্টিমুখ করানো হয়।
এছাড়াও কাঁকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই অসহায় পড়ুয়াদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেন তৃণমূল কর্মীরা। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, মুরগির মাংস, চাটনি, পাপর, মিষ্টি। এদিন অনুষ্ঠানে কাঁকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি, উপপ্রধান গণেশ চন্দ্র মণ্ডল, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলি মীর সহ অন্যান্যরা।