নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: অবৈধ ভাবে বালি কারবারের অভিযোগ। অতিষ্ঠ হয়ে প্রতিবাদ দেখান গ্রামবাসীরা। কাঁকসার বনকাটি এলাকার মহিলারা গ্রামের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেন। যার ফলে অজয় নদ থেকে সরাসরি বালি তুলে নিয়ে যাওয়ার সময় প্রচুর বালি বোঝাই ট্রাক্টর আটকে পড়ে ওই রাস্তায়। গ্রামবাসীদের অভিযোগ, অজয় নদ থেকে বালি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে জল পড়ে নষ্ট হচ্ছে গ্রামের রাস্তা। গ্রামের অধিকাংশ রাস্তা বেহাল হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাঁদের। সব জেনেও প্রশাসন চুপ। সেখানকার বাসিন্দারা নিরাপত্তা অভাব বোধ করছেন বলে অভিযোগ। গ্রামবাসীদের সঙ্গে প্রতিবাদে সামিল হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব।
কাঁকসা বনকাটি গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিজেপি নেত্রী পাপিয়া দাস জানান, সরকারের নির্দেশ আছে ১৫ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অজয় নদ থেকে বালি তোলার কাজ বন্ধ থাকবে। তারপরেও কী ভাবে বালি তুলে পাচার করা হচ্ছে সেই নিয়েই প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, রাস্তা খারাপ হচ্ছে বলে কেউ প্রতিবাদ করতে গেলে বালি মাফিয়ারা প্রাণনাশের হুমকি দিচ্ছেন গ্রামবাসীদের। রবিবার গ্রামের সকল বাসিন্দারা এক হয়ে তাই প্রতিবাদে নামেন।
গ্রামবাসীদের দাবি, অবশেষে দীর্ঘক্ষণ ধরে এলাকার বাসিন্দাদের প্রতিবাদের জেরে পিছু হঠে বালি মাফিয়ারা। যদিও এই ঘটনার প্রসঙ্গে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান, এই বিষয়ে তিনি খবর পেয়েছেন। গোটা বিষয়ের ওপর নজর রাখা হয়েছে।