পাণ্ডুয়ায় রাতে বাড়ি ফেরার পথে মহিলার গলায় দুষ্কৃতীর ছুরির কোপ

হুগলি : কারখানার কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর ছুরির কোপে আহত হলেন এক মহিলা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি৷ তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন৷ তাঁরা আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যান৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ায়।

জানা গিয়েছে, আহত মহিলার নাম শ্রাবণী মালিক৷ বয়স ৩৬ বছর৷ বাড়ি পাণ্ডুয়ার গজিনা দাসপুরে৷ প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খন্যান স্টেশন থেকে পাণ্ডুয়ার বাড়ি ফিরছিলেন তিনি৷ সেই সময় রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাঁকে দাঁড় করিয়ে গলায় ছুরি চালিয়ে দেয়৷

বেলুড়ে একটি ব্যাগের কারখানায় কাজ করেন শ্রাবণী৷ বিয়ে হলেও স্বামীর সঙ্গে থাকেন না তিনি৷ গত ৫ বছর ধরে বাপের বাড়িতেই থাকেন৷ পরিবার সূত্রে খবর, অন্যান্য দিন বাড়ি ফেরার পথে তাঁর সঙ্গে এক ব্যক্তি থাকেন। এদিন একাই ছিলেন শ্রাবণী৷

কে বা কী কারণে তাঁর উপর এই হামলা চালাল, সেই নিয়ে দ্বন্দ্বে পরিবার৷ অন্ধকার থাকায় হামলাকারীর চেহারা দেখতে পাননি ওই মহিলা৷ পরে তাঁর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =