জম্মু : জম্মু জেলার পারওয়ালে পাকিস্তানের গুলিবর্ষণে এক মহিলা আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে পার্গোয়ালের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
পাকিস্তানের দিক থেকে এখনও গুলিবর্ষণ চলছে। হাসপাতালের বিছানায় বসেই আহত মহিলা পাকিস্তানের গোলাবর্ষণের ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, “আমি যখন বাইরে পা রাখলাম, তখন সাইরেনের শব্দ শুনতে পেলাম। আমি তাকাতেই মর্টার আমার পায়ে আঘাত করে।”
ভারতের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ভারী গোলাবর্ষণের ফলে রাজৌরিতে বেসামরিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজৌরির স্থানীয় বাসিন্দা নীনা বেগম বলেন, “আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু ভাগ্যক্রমে আমরা নিরাপদ। যখন গোলাগুলি শুরু হয়েছিল, তখন আমরা ভেবেছিলাম কেউ বেঁচে থাকবে না।”

