সপ্তাহের শুরুর দিন। সাড়ে দশটার সময় ব্যস্ত স্টেশন চত্বর। ট্রেনেও ভিড়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আচমকা সকলের চোখের সামনে গ্যালোপিং ট্রেন আসতেই ঝাঁপ দিলেন মহিলা। মুহূর্তে দু’টুকরো হয়ে গেল দেহ।
সোমবার সকাল ১০.৫০ নাগাদ শিয়ালদহ-বারাসত রুটের দুর্গানগর স্টেশনে। সেই সময় ২ নম্বর লাইনে আসছিল আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল। ট্রেন আসতে দেখে হঠাৎ করেই লাইনে ঝাঁপ দেন ওই মহিলা। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে। ট্রেনের ধাক্কায় তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সেখানে উপস্থিত সকলেই। প্রত্যক্ষদর্শীদের কথায়, তাঁরা বুঝতেই পারেননি মহিলা এমন কিছু করবেন বা করতে পারেন। জানা গিয়েছে, গ্যালোপিং আপ হাসনাবাদ আসছে শুনে ১ নম্বর লাইন দিয়ে মহিলা ২ নম্বর লাইনের দিকে এগিয়ে যান। অনেকেই ভেবেছিলেন, তিনি লাইন পার হওয়ার জন্য এগোচ্ছেন। কিন্তু ট্রেন কাছে আসতেই তিনি লাইনের ওপর ঝাঁপ দিয়ে দেন।
স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার বাড়ি দুর্গানগর এলাকায়। পারিবারিক কারণেই আত্মহত্যা বলে স্থানীয় সূত্রে দাবি।সকাল ১১.০০ টার পরেও লাইনেই দেহ পড়ে রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে আসে রেল পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে সংশ্লিষ্ট লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।