কলকাতা : বেলঘরিয়া থানা এলাকায় এক অঙ্কন প্রশিক্ষকের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। শনিবার সকালে ঘটনার বিষয়ে ওই শিক্ষকের বড় ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বেলঘরিয়া থানা এলাকার বাসিন্দা, অভিযোগকারী রতন পাল পুলিশকে জানিয়েছেন, তাঁর ছোট ভাই অঙ্কন প্রশিক্ষক নির্মল পাল ২৩ আগস্ট সকাল ৬টার দিকে দুই নম্বর রেল গেট থেকে কালীপুজো দেখে বাড়ি ফিরছিলেন। এই সময় এক মহিলা সহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর সাথে তর্কাতর্কি করে। অভিযোগ করা হয়েছে যে এইসব লোকেরা তাঁকে বেধড়ক মারধর করে।
অভিযোগের ভিত্তিতে বেলঘরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজের ভিত্তিতে পুলিশ নিমতার বাসিন্দা মন্দিরা মুখার্জি (২৫)-কে গ্রেফতার করেছে। অন্যান্য অভিযুক্তদের সন্ধানেও তল্লাশি চলছে। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তদের নাম জয়, অভয় এবং পাপাই। পুলিশ আশ্বাস দিয়েছে যে বাকি অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে।

