পুলওয়ামার ভয়াবহ ঘটনার সাক্ষী! অবসরে স্মৃতিচারণ জগদ্দলের পিন্টুর

নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর:২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ৪০ জন জওয়ান মারা গিয়েছিলেন। ভয়াবহ সেই ঘটনার সাক্ষী ছিলেন জগদ্দলের কলাবাগান এলাকার বাসিন্দা পিন্টু সিং।

দীর্ঘ ১৮ বছর দেশকে রক্ষার গুরু দায়িত্ব সামলেছেন তিনি। অবসর নিয়ে শনিবার সকালে জগদ্দলের নিজের বাড়িতে ফিরলেন সেনা জওয়ান পিন্টু সিং। এদিন জগদ্দল স্টেশনে তাঁকে সংবর্ধনা দেন সেনাদের সংগঠন ‘ দি প্রাইড গ্রুপ অফ ডিফেন্স পার্সোনাল’ এবং পড়শিরা। পুলওয়ামার সেই ভয়ঙ্কর স্মৃতি স্মরণ করে সেনা কর্মী পিন্টু সিং বলেন,  ‘পিছনেই আমাদের কনভয় ছিল। চোখের সামনে জঙ্গি হামলায় সহকর্মীদের প্রাণ যেতে দেখেছি। সেই ভয়ঙ্কর দৃশ্য জীবনে ভোলার নয়।’ সেনা কর্মী জানান, ২০০৫ সালে তিনি কাঁচড়াপাড়ার সেনা ক্যাম্প থেকে জীবনের যাত্রা শুরু করেছিলেন। চাকরিজীবনে দীর্ঘ ১৮ বছর নানান ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছে। লাদাখ কিংবা সিয়াচেনের মতো দুর্গম স্থানেও তিনি ডিউটি করেছেন। দেশের স্বার্থে যুব সমাজকে তিনি সেনায় যোগ দেওয়ার আহবান জানান।  পিন্টুর সহধার্মিণী অনন্তা দেবী বলেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলা ঘটনার দিন পরিবারের সকলেই খুব দুশ্চিন্তায়  ছিলাম। সেদিনের হত্যাকাণ্ডের ঘটনা কোনওদিন ভুলব না। তবে সেনাকর্মী স্বামী দেশের সেবা করে ঘরে ফিরেছেন। তাই আজ বড়ই আনন্দের দিন। কয়েকটা দিন পরিবারের সকলে আনন্দ, হৈ-হুল্লোর করে কাটাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twelve =