শীত মানেই ত্বক রুক্ষ, টান ভাব। জৌলুস গায়েব। নামী-দামি ক্রিমেও যদি উজ্জলতা না ফেরে তাহলে সামান্য কয়েকটা জিনিস দিয়ে বানিয়ে ফেলুন ‘ম্যাজিক ক্রিম’।
এই ক্রিম ত্বকে কাজ করবে ম্যাজিকের মতো। দিন ১৫ ব্যবহার করলেই ফিরবে ত্বকের আদ্রতা আর ঔজ্জ্বল্য। আর খরচ? সেটা না হয় নিজেই হিসেব করে নিন।
উপকরণ- অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল বা নারকেল তেল, কফি পাওডার
কীভাবে বানাবেন-একটি পরিষ্কার পাত্রে একটি বড় চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিন। পছন্দমতো যে কোনও ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। ত্বক যদি বেশি রুক্ষ হয় তাহলে ১ চামচ অ্যালেভেরা জেলে তিনটি ইভিয়ন ৪০০ ক্যাপসুল (ভিটামিন ই ক্যাপসুল, যে কোনও ওষুধের দোকানে পাওয়া যাবে) ফাটিয়ে মিশিয়ে নিন।ত্বক তৈলাক্ত হলে ১টা মেশান। অ্যালোভেরা জেল ও ভিটামিন ই তরল চামচ দিয়ে ভালো করে নাড়তে থাকুন দেখবেন ঘন হয়ে এসেছে। এবার হাফ চামচ কফি পাওডার ও ১ চামচ অলিভ, আমন্ড বা গন্ধহীন পিওর নারকেল তেল মিশিয়ে নিন খুব ভালো করে। সুন্দর ক্রিমের মতো হয়ে গেলে পরিষ্কার কাচের পাত্রে সংরক্ষণ করুন। এক সপ্তাহ থেকে ১০ দিন এভাবে রাখা যাবে। ক্রিমটি স্নান করে বা মুখ ধুয়ে দিনে ২-৩ বার ব্যবহার করুন। নামমাত্র খরচে তৈরি এই ক্রিমের ফলাফল দেখতে পাবেন মাত্র ১০ দিনেই।