দীর্ঘ ১১৩০ দিন পর চোটের কবলে পড়েছেন বিরাট কোহলি। কোনও ক্রীড়াবিদ এতদিন চোটমুক্ত রয়েছেন কিনা, তা খুঁজে পাওয়া মুশকিল। লক্ষ্মীবারে যখন রোহিত ব্রিগেড জস বাটলারদের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের জন্য ওয়ার্ম আপ করছিল, সেই সময় বিরাট কোহলির ডান পায়ে দেখা যায় মোটা স্ট্র্যাপ বাঁধা। যা দেখে অনেকেই আশঙ্কা করছিলেন, কিং কোহলি হয়তো চোট পেয়েছেন। টসের সময় সবটা পরিষ্কার জানান ভারতের ক্যাপ্টেন রোহিত। ডান হাঁটু ফুলে যাওয়ার ফলে প্রথম ওডিআইতে খেলেননি কোহলি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বিরাটের এই চোট স্বাভাবিকভাবেই ভারতীয় শিবিরের অন্দরে চিন্তা বাড়িয়েছে। এরই মাঝে পাওয়া গিয়েছে কোহলিকে নিয়ে আপডেট। ৩ ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে কোহলি কি খেলবেন?
নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচের আগে ভারতীয় টিমের ফিজিয়ো কমলেশ জৈন নজর রেখেছিলেন বিরাটের উপর। তাঁর নড়াচড়া থেকে শুরু করে প্রতিটি গতিবিধি লক্ষ্য করছিলেন টিম ইন্ডিয়ার ফিজিয়ো। এরপর হর্ষিত রানা ও যশস্বী জয়সওয়ালকে যখন মহম্মদ সামি ও রোহিত শর্মা ওডিআই ডেবিউ ক্যাপ তুলে দেন, সেই সময়ও বোঝা যায়নি বিরাট কোহলি চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন না।
ভারতের সাপোর্ট স্টাফের এক সূত্রের খবর অনুযায়ী, বুধবার গভীর রাতে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়াকে দলের অন্দরের একজন লেখেন, ‘প্র্যাক্টিসের সময় ওর ডান হাঁটু ঠিকই ছিল। কিন্তু তিনি হোটেলে ফেরার পর ডান হাঁটু ফুলে যায়। যদিও খুব খারাপ অবস্থা নেই। ওর কটকে ওডিআইতে খেলার সম্ভবনা রয়েছে।’
উল্লেখ্য, ৩৬ বছর বসয়ী কোহলির এখনও স্ক্যান করানো হয়নি। এ বার দেখার দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দেখা যায়, নাকি কটকে দলের সকলের সঙ্গে দেখা যাবে। ২০২২ সালে শেষ বার চোটের কারণে কোনও ম্যাচ মিস করেছিলেন কোহলি। তারপর আর চোট চাপে ফেলতে পারেনি। এ বার দেখার এই চোট কত তাড়াতাড়ি কোহলিকে ছাড়ে।

