নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বন্যেরা বনে কেমন আছে। তাদের গতিবিধি প্রজাতি সংখ্যা এমন যাবতীয় তথ্য জানতে দক্ষিণবঙ্গের প্রথম বাঁকুড়া জেলায় বনবিভাগ শুরু করল সাইন সার্ভের কাজ। সোমবার বাঁকুড়া জেলার পাঞ্চেৎ বনবিভাগ, দক্ষিণ বনবিভাগ ও উত্তর বনবিভাগের বিভিন্ন জঙ্গলজুড়ে সাইন সার্ভের কাজে নেমে পড়লেন বনবিভাগের আধিকারিক ও কর্মীরা। তিন দিন ধরে বনবিভাগের আধিকারিক ও কর্মীরা পায়ে হেঁটে জঙ্গলে জঙ্গলে ঘুরে সংগ্রহ করবেন বন্য জীবজন্তু সংক্রান্ত নানান তথ্য।
বন দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে এই প্রথমবার এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই টিম জঙ্গল ঘুরে সংগ্রহ করবে বন্য জীবজন্তুর পায়ের ছাপ সহ নানান বিষয়। সেই পায়ের ছাপ থেকে জিপিএস ট্যাগ করে সেই জঙ্গলে কোন কোন জীবজন্তুর গতিবিধি রয়েছে, তা জানার চেষ্টা করা হবে। বিভিন্ন নমুনা সংগ্রহের মধ্য দিয়ে বাঁকুড়ার জঙ্গলে হাতি ছাড়া আর কী কী প্রজাতির জীবজন্তু রয়েছে, তাদের সংখ্যা কত, এই সাইন সার্ভের মধ্য দিয়ে তা জানা যাবে বলে মনে করছে বনবিভাগ। সাইন সার্ভের মধ্য দিয়ে বিভিন্ন জঙ্গলে হায়না, শেয়াল, হরিণ ও নানান ক্ষুদ্র ক্ষুদ্র প্রজাতির জীবজন্তুর খোঁজ পাওয়া যাচ্ছে বলেও দাবি করেছে বনবিভাগ।