মালদা : মালদায় স্বামীকে খুন করে স্ত্রী ধৃত । খুনের কথা স্বীকার করেই ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করেন স্ত্রী। ওই কাজে মায়ের সঙ্গেই আগাগোড়া ছিল সৎ ছেলে । সোমবার ওই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অধীনেই নরসিংহ কুপ্পা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস। এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস ও সৎ ছেলে বিক্রম মন্ডলকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রবিবার রাতে সৎ ছেলে ও মা উভয়ে মিলেই হাত মুখ বেঁধে স্বামী ও বাবা’কে একসঙ্গে নৃশংসভাবেই খুন করেছে। প্রথমে হাত – পা বেঁধে ব্যাপক মারধর করা হয়েছে। এরপর ধারালো কোদাল ও হাঁসুয়া নিয়ে তার উপর চড়াও হয়েছে দু’জনে।
একাধিকবার কোপানো হয়। এরপর রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়েছে। এদিন সকালেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও খুনের কারণ অজানা। স্থানীয় পুরপিতা সুজিত সাহা থেকে এলাকার বাসিন্দারা অবাক ওই ঘটনাতেই।

