মালদা : স্বামীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটে মালদার বামনগোলার পাকুয়ার সালালপুর গ্রামে। ঘটনায় অভিযুক্ত স্ত্রী পম্পা সরকারকে রবিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বিশ্বজিৎ সরকার গাজল টোল প্লাজায় কাজ করতেন। তাঁদের বেশ কয়েক বছর আগে বিয়ে হয়। এক মেয়েও রয়েছে। মদ খাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় প্রতিদিনই বিবাদ হতো| শনিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ফের বচসা শুরু হলে পম্পা ছুরি দিয়ে বিশ্বজিতের উপরে আঘাত করে।
পরে বিশ্বজিৎকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

