কেন বারবার শুভেন্দুর কনভয় দুর্ঘটনার মুখে? সিবিআই তদন্তের আর্জিতে হাই কোর্টে মামলা

কলকাতা : জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তারপরেও বেশ কিছুদিনের ব্যবধানে ৩ বার দুর্ঘটনার কবলে পড়েছেন শুভেন্দু অধিকারী (Sunvendu Adhikari)। এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে এবার হাই কোর্টে মামলা দায়ের হল। গত কয়েকমাসে তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে শুভেন্দু অধিকারীর কনভয়। তার মধ্যে দুবার মারিশদায় ঘটে দুর্ঘটনা। ১ জুলাই দুপুরে নিজের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে বের হন শুভেন্দু। কাঁথি থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়। মারিশদার কাছে একটি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি দিঘা-কল্যাণী রুটের বাস পেট্রল পাম্পে ঢুকছিল। সেই বাসটিই চেপে দেয় কনভয়ে থাকা সিআরপিএফের গাড়িটিকে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের ওই গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাকে। একেবারে দুমড়ে-মুছড়ে যায় গাড়িটি।চলতি মাসের ২২ তারিখ ফের মারিশদাতেই ঘটে দুর্ঘটনা। ১১৬ (বি) নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল তাঁর কনভয়। মারিশদা থানা এলাকায় আচমকা দুর্ঘটনা। শুভেন্দুর কনভয়ে থাকা শেষ গাড়িতে ধাক্কা দেয় উলটো দিক থেকে আসা একটি লরি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। সামনের একাংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। বারবার শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় তা নিয়ে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এবার পরপর দুর্ঘটনার জল গড়াল আদালতে। বুধবার শুভেন্দু অধিকারীর গাড়ি কেন বারবার দুর্ঘটনার কবলে পড়ছে তা জানতে সিবিআই তদন্তের আরজি জানানো হয়েছে হাই কোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 12 =