হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন প্রাপ্য পাননি অবসরপ্রাপ্ত শিক্ষকরা?  প্রশ্ন তুলে ক্ষোভ বিচারপতির

কলকাতা: অবসরের পরেও মিলছে না প্রাপ্য।এমনই অভিযোগ নিয়ে ন্যায্য পাওনার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক।বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুক্রবার মামলার শুনানির সময় ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য সরকার।হাই কোর্ট অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশের পরও কাজ হয়নি। তা জানার পর  আদালত অবমাননার অভিযোগে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেন বিচারপতি রাজাশেখর মান্থার।

বিচারপতি এদিন উপস্থিত সরকারি আমলাদের উদ্দেশে বলেন, ‘বছরের পর বছর তাঁদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাদের হেনস্তা করছেন কেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন আপনি কী করবেন?” পাশাপাশি দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন এজলাসে উপস্থিত ছিলেন একাধিক জেলার জেলাশাসক ও স্কুল পরিদর্শক। রাজ্য সরকারেরর আইনজীবীর উদ্দেশে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি? শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত। শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা একটা মহান কাজ। তাই তাঁদের অবসরের পর পাওনা আর্থিক সুবিধা পেতে বিলম্ব খুবই দুঃখজনক। এ বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।’

এরপর আদালতে উপস্থিত বিভিন্ন জেলার স্কুল পরিদর্শক এবং জেলাশাসকদের উদ্দেশে বিচারপতি মান্থার প্রশ্ন, ‘কী করছেন আপনারা? আপনাদের এই আমলাতন্ত্র আদালত মানতে নারাজ। আপনাদের সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =