নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: মুখ্যমন্ত্রী নমাজ পরে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি, মুসলমানরা দাঙ্গাবাজ! মুখ্যমন্ত্রী কেন বারবার মুসলমানদের ভয় দেখাচ্ছেন যে দাঙ্গা করবেন না বলে? বর্ধমান শহরের ডিভিসি মাঠে কানাইনাটশাল এলাকায় শুক্রবার প্রাতর্ভ্রমণে এসে বড়নীলপুর বাজারে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিক মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
এদিন তিনি চা চক্র শেষ করে বড়নীলপুর শ্রীগুরু আশ্রমে যান পুজো দিতে। দিলীপবাবু তৃণমূলের উদ্দেশে বলেন, ‘ওদের নেতারা কেমন ডাইলগ দিচ্ছে, কি বলছে উত্তেজিত হয়ে হাত ভাঙবে পা ভাঙবে, আমি তো চুপ করে বসে থাকতে আসিনি চ্যালাকাঠ কেন গোটা কাঠও দেব। ওইদিন চলে গিয়েছে বিজেপি পুরোপুরি জবাব দেবে।’ তৃণমূল নেতা শাহাজাহান প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ‘টিএমসি ওকে ফাঁসিয়েছে, ওকে দিয়ে টাকা তুলিয়েছে, ভোট রিগিং করিয়েছে, ও জানে ও সারাজীবন জেল থেকে বেরতে পারবে না। সিবিআই তদন্ত করছে ও একা কেন দোষী হবে,যারা যারা দোষী হবে সবাই ধরা পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআইয়ের কথা বলতেন। যেই সরকারে এসে দুর্নীতি করলেন, তখন সিবিআইয়ের বিরোধিতা করলেন। ওনার পার্টির লোকেরাও সিবিআই চায়, ইডি চায়।’
তিনি আরও বলেন, ‘আগামী উৎসবে যেন শান্তিপূর্ণ ভাবে আনন্দ তুলে ধরতে পারি তার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই। প্রশাসনকে বলতে চাইছি বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না, আজকে হিন্দু সমাজ থেকে গিয়েছে, রামমন্দির হয়ে গিয়েছে, চারটে পুলিশ পাঠিয়ে চমকাবেন না বা দু’-চারটে দাঙ্গাবাজকে পাঠাবেন না হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে।’