সলমন খানের টাফ অ্যাটিটিউডকে সমঝে চলেন নির্দেশক থেকে পরিচালক। এবার ভাইজানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন ‘সিক¨র’র ডিরেক্টর এ আর মুরুগাদ্দস। সম্প্রতি, একটি পডকাস্টে ডিরেক্টর বলেন, সলমন খান শুটিং সেটে আসতেন রাত ৮ টার পর। সলমন খানের শুটিং স্টাইল অন্যান্য তারকাদের থেকে বেশ আলাদা। তিনি জানান, পুরো শুটিং টিম ভাইজানের জন্য অপেক্ষা করত, কিন্তু তিনি আসতেন ৮টার পর। যার ফলে ত্রু«কে অনেক অসুবিধার মধ্যে পরতে হয়েছে। দিনের সিক্যুয়েন্সও রাতে শুট করতে হয়েছে তাদের। একজন তারকার সঙ্গে কাজ করা এত সোজা নয়, আমরা যারা সকালে কাজ করে অভ্যস্ত তাদের পক্ষে সমস্যা হয়েছে। চাইল্ড আর্টিস্টরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত।
যদিও ভাইজানেক এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, সেটে পৌঁছে গেলে তিনি আর কোনও ব্রেক নেন না, টানা শুট করেন।
উল্লেখ্য, এ আর মুরুগাদ্দস গজনি, আকিরা ও হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটির মতো ছবিতে নির্দেশক হিসেবে কাজ করেছেন।

