আবেগের মঞ্চে হার্দিকের জন্য জায়গা ছাড়বেন কে !

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ আবেগের ম্যাচ! বলাই যায়। অন্তত হার্দিক পান্ডিয়ার জন্য অবশ্যই। গত মরসুমে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। আজ ফিরছেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন। ২০২২ সালে আইপিএলে অভিষেক হয় গুজরাট টাইটান্সের। হার্দিকের নেতৃত্বে প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন। পরের বার রানার্স। গত মরসুমে হার্দিক ফেরেন তাঁর উত্থানের মঞ্চ মুম্বই ইন্ডিয়ান্সে। ক্যাপ্টেন্সিও দেওয়া হয় তাঁকে। রোহিত শর্মার মতো কিংবদন্তিকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন্সি দেওয়া মেনে নিতে পারেননি সমর্থকরা। প্রতি ম্যাচেই বিদ্রুপ সইতে হয়েছে হার্দিককে। এমনকি তাঁর নিজের শহর, যে টিমকে চ্যাম্পিয়ন করেছেন, সেই টাইটান্সের হোম ম্যাচেও। এ বার আমেদাবাদেই ১৮তম আইপিএল অভিযান শুরু হচ্ছে হার্দিকের। পরিস্থিতি এখন পুরোপুরি বদলে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। হার্দিক এখন নায়ক।

মুম্বই ইন্ডিয়ান্স অবশ্য মরসুম শুরু করে দিয়েছে। তেমনই গুজরাট টাইটান্স। মুম্বই অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে। অন্য দিকে, ঘরের মাঠে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব কিংসের কাছে হার গুজরাট টাইটান্সের। দু-দলের কাছেই ঘুরে দাঁড়ানোর ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মরসুমের প্রথম ম্যাচেই প্রশ্নের মুখে পড়েছিলেন টাইটান্সের তরুণ ক্যাপ্টেন শুভমন গিল। ঘরের মাঠে ব্যাটিং পিচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন। যা ব্যাকফায়ার করে। জস বাটলারের মতো সফল ওপেনারকে তিনে নামিয়েও সমালোচিত হন শুভমন। তাঁর ক্যাপ্টেন্সিরও পরীক্ষা।

মুম্বই শিবিরে হার্দিকের পাশাপাশি নজর থাকবে অভিজ্ঞ রোহিত শর্মার দিকে। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। ব্যাটার হিসেবে গ্রুপের ম্যাচগুলিতে বড় ইনিংস খেলতে পারেননি। যদিও ফাইনালে দুর্দান্ত একটা ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন রোহিত। আইপিএলে শুরুটা অবশ্য ভালো হয়নি। চিপকে রানের খাতা খুলতে পারেননি। এই ম্যাচে রোহিতের থেকে একটা বিনোদনের ইনিংসের প্রত্যাশা।

হার্দিক পান্ডিয়া ফেরায় মুম্বই ইন্ডিয়ান্সের কম্বিনেশনে বদল আসতে বাধ্য। তাঁর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন স্কাই। এ বার হার্দিকের নেতৃত্বে নামছে মুম্বই। সুযোগ হারাতে পারেন রবীন মিঞ্জ। হার্দিকের টিমে আরও নজর থাকবে তরুণ চায়নাম্যান বিগ্নেশ পুথুরের দিকে। গত ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। অভিষেকেই ৩ উইকেট। আমেদাবাদের ব্যাটিং পিচে বিগ্নেশ কেমন পারফর্ম করেন, সে দিকেই নজর। আজকের ম্যাচে দু-দলের কম্বিনেশন কী হতে পারে, দেখে নেওয়া যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =