নয়াদিল্লি : দিল্লির বিস্ফোরণকাণ্ডের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আত্মঘাতী চিকিৎসক উমর মহম্মদের নাম। তাঁর এবং ঘনিষ্ঠ চক্রান্তকারীদের পরিচয় জানতে উদগ্রীব অনেকেই।
১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জন্ম উমরের। আল ফালাহ মেডিক্যাল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ‘হোয়াইট কলার’ সন্ত্রাস মডিউলের অন্যতম সদস্য তিনি।
দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল সূত্রে জানা গেছে, সোমবার তাঁর ব্যবহার করা হুন্ডাই ‘আই টোয়েন্টি’ গাড়িটি প্রথমে সালমান নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত ছিল। পরে দেবেন্দর, তার পর তারিক নামে দু’জনের কাছে হাত বদলের পর তা উমরের কাছে পৌঁছায়। উমরই ছিলেন গাড়ির শেষ ব্যবহারকারী ও চালক। বিস্ফোরণের পর তাঁর দেহাংশ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে পুলিশ।
এই ঘটনায় মূল অভিযুক্ত মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদের সঙ্গে উমরের ঘনিষ্ঠতার নানা তথ্য পুলিশের হাতে এসেছে। বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ আইন, ভারতীয় দণ্ডবিধির খুন ও হত্যাচেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে যুক্ত রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে এনআইএ ও জম্মু-কাশ্মীর পুলিশ।

