মানুষ কী করবে তা ঠিক করার মমতা বন্দ্যোপাধ্যায় কে?, কটাক্ষ শুভেন্দুর

বাগডোগরা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “মানুষ কী করবে তা ঠিক করার কে উনি?” তিনি অভিযোগ করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় একটিও সত্য কথা বলেন না এবং উৎসবে ফিরে আসার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা অনর্থক।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এইবার লোকসভা ভোটে ৫৪ শতাংশ মানুষ তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) বিরুদ্ধে ভোট দিয়েছেন। তিনি এখন মাইনোরিটি মুখ্যমন্ত্রী। তাই বাঙালি কী করবে, সেটা ঠিক করার উনি কেউ নন। চিকিৎসকরা কী করবেন, তা তাঁরাই সিদ্ধান্ত নেবেন। তাঁদের বিবেক ও সাহসিকতার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এই লড়াই চিকিৎসকরা শেষ পর্যন্ত চালিয়ে যাবেন বলে আমরা আশা করি।”

তিনি আরও বলেন, “মানুষের জন্য আইন তৈরি হয়, আর মানুষ যদি মনে করে সেই আইন তাদের পক্ষে যাচ্ছে না, তবে তারা যে কোনও সিদ্ধান্ত নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলায় পুলিশকে গুন্ডায় পরিণত করেছেন।”

শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, “আমরা আগেই বলেছি শিক্ষায় দুর্নীতি হয়েছে, যা খাদ্যের থেকেও বেশি। এবার স্বাস্থ্য খাতে দুর্নীতিরও তথ্য সামনে আসবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালও এর ব্যতিক্রম নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 8 =