ভারতে তৈরি কাশির সিরাপ ইরাকে নিষিদ্ধ করল হু

ভারতে তৈরি কাশির সিরাপ এবার ইরাকে বিক্রির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । ওষুধটি বিষাক্ত ও হজমের পক্ষে বিপজ্জনক বলে জানানো হয়েছে। প্যারাসিটামল সিরাপ কোল্ড আউট নামের ওই সিরাপ যা ভারতের ডাবিলাইফ ফার্মার ফৌরটস (ইন্ডিয়া) ল্যাবরেটরিজে তৈরি হয়, তা এবার ইরাকে বিক্রি করা যাবে না বলে জানিয়েছে হু।

উল্লেখ্য, এর আগে গাম্বিয়ায় ৭০, উজবেকিস্তানে ১৮ ও ক্যামেরুনে ৬ জন শিশুর মৃত্যুর ক্ষেত্রে ভারতে তৈরি সিরাপকে কাঠগড়ায় তোলা হয়েছিল আগেই। সব মিলিয়ে এই নিয়ে ভারতে তৈরি ৫টি বিষাক্ত কাশির সিরাপকে নিষিদ্ধ করা হল।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ডাইথাইলিন ও ইথিলিন গ্লাইকলের মতো উপাদান ওই ওষুধে ব্যবহৃত হয়েছে যা সহ্যমাত্রার অনেক বেশি পরিমাণে রয়েছে। দু’টিরই সহ্যের মাত্রা যেখানে ০.১০ শতাংশ, সেখানে তা যথাক্রমে ০.২৫ ও ২.১ শতাংশ হিসেবে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সিরাপটির নির্মাতা ও বিপণনকারীরা এর গুণগত মান ও নিরাপত্তা সম্পর্কে কোনও গ্যারান্টিও দিতে পারেনি। তাই এমন সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =