তলব এড়িয়ে কোথায় মানিক ভট্টাচার্য? খোঁজ ইডি আধিকারিকদের, নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ

কলকাতা: ফ্ল্যাট, বাড়ি সম্ভাব্য সমস্ত জায়গা খুঁজে ফেলেছেন ইডি আধিকারিকরা। কিন্তু কোথায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য?

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সিবিআই-এর হাতে গ্রেপ্তার এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা এবং কমিটির প্রাক্তন সদস্য অশোক সাহাও।এদিকে আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণ করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। এখন আবার ‘নিখোঁজ’ তিনি।

তদন্ত এড়িয়ে বেপাত্তা হওয়ায় এখন মানিকের বিরুদ্ধে কী পদক্ষেপ করবে ইডি, সেদিকেই নজর সকলের।জানা গিয়েছে, এ বিষয়ে আইনি পরামর্শ নিতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে গিয়েছেন ইডির আধিকারিকরা। ইডির আইনজীবীদের সঙ্গে আলোচনা সারছেন তাঁরা। শোনা যাচ্ছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে ইডি।

প্রসঙ্গত, গরু পাচার মামলাতেও সিবিআই তলব বারবার এড়িয়ে যাচ্ছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।

এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন সভাপতির। সেই তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার তলব করেছে ইডি। অভিযোগ, মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি। যাদবপুরের বাড়ি, ফ্ল্যাটে দেখা মেলেনি তাঁর। এমনকী, নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে। অভিযোগ, মানিক ভট্টাচার্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন তাতেও যোগাযোগ করা যাচ্ছে না।

সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করতে পারে ইডি।প্রসঙ্গত, এর আগে দুর্নীতি মামলায় প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিল কলকাতা হাই কোর্ট। শুধু তাঁর নয়, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং মেয়ের (বিবাহ পর্যন্ত) সম্পত্তির হিসাবও হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর একাধিকবার ইডি তাঁকে তলব করেছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছে ইডি।নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি বাড়াচ্ছে সিবিআই-ইডি। বুধবার নিউটাউন থেকে এসএসসি নিয়োগে মধ্যস্থতাকারী প্রদীপ সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। তিনি আবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে খবর। বৃহস্পতিবার সল্টলেকে তাঁর অফিসে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই। সিল করেছে বাঁশদ্রোণীর ফ্ল্যাটও। এদিন উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসেছেন সুবীরেশ। সূত্রের খবর, সিবিআই দপ্তরে হাজিরা দেবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =