চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। উৎসবও কার্যত শেষের দিকে। এ বার আর বাস প্যারেড জাতীয় কিছু হচ্ছে না। প্লেয়াররা নিজেদের মতো দেশে ফিরেছেন। কয়েক দিনের বিশ্রাম। এরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু। আইপিএলের নতুন সংস্করণ শুরু হচ্ছে ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এ বারের আইপিএলে বাড়তি নজর থাকবে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের দিকে। মেগা অকশনে যাবতীয় রেকর্ড ভেঙে সবচেয়ে দামি প্লেয়ার হয়েছিলেন শ্রেয়স আইয়ার। কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করানো শ্রেয়সকে ২৬.৭৫ কোটিতে নিয়েছিল পঞ্জাব কিংস। যদিও কিছুক্ষণের মধ্যেই ঋষভ পন্থ হয়ে ওঠেন সবচেয়ে দামি। তাঁকে ২৭ কোটিতে নেয় লখনউ সুপার জায়ান্টস। শ্রেয়স আইয়ার পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন।
ঘরের মাঠে গত ওয়ান ডে বিশ্বকাপই হোক আর চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন শ্রেয়স আইয়ার। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন শ্রেয়স আইয়ার। সেটা ব্যাটিংয়েই হোক আর ফিল্ডিং। ক্যাপ্টেন রোহিত শর্মা তাঁকে ‘সাইলেন্ট হিরো’ হিসেবেও বলেছেন। শ্রেয়স নিজে কী বলছেন?
টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে শ্রেয়স আইয়ার ব্যাটিং অর্ডারে চার নম্বর এবং তাঁর আত্মবিশ্বাস নিয়ে বলেন, ‘আমি মোটেও ঠান্ডা মাথায় নামি না। আমি পুরোপুরি প্যাশন নিয়ে নামি। ফোকাস ম্যাচে। সে সময় অন্য কিচ্ছু মাথায় থাকে না। আত্মবিশ্বাসে ভরপুর। এখন পরিস্থিতি এমন হয়েছে, আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছেছে যে এটুকু নিজেকে বলে থাকি, যে পরিস্থিতিতেই পাঠানো হোক, আমি করেই আসব। এই মানসিকতাটা আমার কাজে লেগেছে। সত্যি বলতে, এই আত্মবিশ্বাসটাও পেয়েছি ব্যর্থতা থেকে। ব্যর্থতা, বাদ পড়ার সময়গুলো অনেক কিছু শেখায়। এর চেয়ে বড় শিক্ষক আর নেই। একটা বিষয় সকলেই জানে, খারাপ সময়ে নিজেকেই তুলে ধরতে হয়। অন্য কেউ আমার হয়ে সেই কাজটা করতে পারবে না।’