কেকে-র মৃত্যুর পিছনে চূড়ান্ত অব্যবস্থা? খতিয়ে দেখছে কেএমডিএ

জনপ্রিয় গায়কের অস্বাভাবিক মৃত্যু। গানের অনুষ্ঠানের মাঝেই অসুস্থতা। উঠেছে অব্যবস্থার অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে লাইফ প্যারফরমেন্স ছিল কেকে র। সেখানেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।  সেই অনুষ্ঠান নিয়েই উঠেছে বেশ কিছু গুরুতর অভিযোগ। সেই সব অভিযোগ খতিয়ে দেখে এবার তদন্তে নামছে কেএমডি বা কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি। কেননা নজরুল মঞ্চের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেএমডিএ। তাই ঠিক কী হয়েছিল গতকালের অনুষ্ঠানে সেটাই এখন খতিয়ে দেখতে চাইছেন তাঁরা।

অভিযোগ উঠেছে গতকাল কে কের অনুষ্ঠান শুরুর আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছিল। কে কের মূল অনুষ্ঠান শুরুর পরেই মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়। অনুষ্ঠানে অত্যাধিক ভিড়ের কারণে দরজা খুলে দিতে হয়েছিল একসময়ে। অভিযোগ উঠেছে কে কের অনুষ্ঠানের মাঝেই প্রেক্ষাগৃহের সব এসি নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল। যদি কেমনটা হয়ে থাকে তবে কেন হয়েছিল, কার নির্দেশে তা করা হয়েছিল , নাকি অত্যাধিক দর্শকের কারণে এসি চললেও তা কাজ করছিল না। এখন এই সমস্ত কিছুই খতিয়ে দেখতে চাইছে কেএমডিএ। যাঁদের তরফে নজরুল মঞ্চ ভাড়া নেওয়া হয়েছিল সেই উদ্যোক্তাদের তরফে কোনও অনুরোধ এসেছিল কিনা তাও, খতিয়ে দেখা হতে পারে। গতকালের অনুষ্ঠান যারা দেখেছেন তাঁদের অনেকেরই অভিযোগ আসন সংখ্যার তুলনায় বেশি মানুষ ঢুকে গিয়েছিলেন প্রেক্ষাগৃহে। তার জেরে একসময় প্রেক্ষাগৃহের দরজা ভেঙে যাওয়ার উপক্রম হয়। তাই কিছুটা বাধ্য হয়েই প্রেক্ষাগৃহের ৭টি দরজার মধ্যে ৫টি দরজা খুলে দেওয়া হয়। তাতেও ভিড় ঠেকানো যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =