পাকিস্তানকে বাদ দিয়েই কি হতে চলেছে এশিয়া কাপ?

সব ঠিকঠাকের পরই আবার নতুন করে জটিলতা শুরু হল। সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন নজম শেঠী। সরে যেতে বাধ্য হয়েছেন। শেঠীর স্থলাভিষিক্ত হতে পারেন জাকা আশরফ। তিনিই একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, হাইব্রিড মডেলে সায় নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এই অবস্থান থেকে না সরলে পাকিস্তানকে ছাড়াই হতে পারে এশিয়া কাপ। দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ নিয়ে টালবাহানা চলছিল। এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড বহু আগেই জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাতেও বিষয়টি পরিষ্কার করে দেয় বিসিসিআই। এরপরই হাইব্রিড মডেলের প্রসঙ্গ ওঠে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান তবে ভারতের ম্যাচগুলি হবে নিরপেক্ষ ভেনুতে। সেই অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় ঠিক হয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই হাইব্রিড মডেলে রাজি হয়েছিল। কদিন আগেই এশিয়া কাপের সূচি প্রকাশ প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। যদিও নতুন করে জটিলতা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরবর্তী চেয়ারম্যান হওয়ার দিকে এগিয়ে জাকা আশরফ। তিনিই সাংবাদিক সম্মেলনে হাইব্রিড মডেল বাতিল করেছেন। বলেন, ‘এশিয়া কাপের জন্য আমি এই হাইব্রিড মডেল বাতিল করছি, কারণ এটা আমার পছন্দ হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলই সিদ্ধান্ত নিয়েছিল এশিয়া কাপ পাকিস্তানে হবে। সুতরাং, এখানেই এশিয়া কাপ আয়োজন হওয়া উচিত।’ জাকা আশরফের মন্তব্যে আরও পরিষ্কার, ওয়ান ডে বিশ্বকাপ নিয়েও জটিলতা তৈরি হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলই সিদ্ধান্ত নিয়েছে, এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন করে যদি জটিলতা বাড়ায়, পাকিস্তানকে ছাড়াই হতে পারে এ বারের এশিয়া কাপ। পাঁচটি দেশ নিয়েই হবে টুর্নামেন্ট। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক সদস্য সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ‘আশরফ যা খুশি বলতে পারেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় হাইব্রিড মডেলে সকলেই রাজি হয়েছে। আর তাতে কোনও পরিবর্তন হবে না।’ পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভবিষ্যৎ নিয়ামকের কথা শুনে নানা প্রশ্ন ঘুরছে ক্রিকেটপ্রেমীদের মনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =