ম্যাঞ্চেস্টার টেস্টে সেঞ্চুরি। পাশাপাশি একঝাঁক রেকর্ড ভারত অধিনায়ক শুভমন গিলের। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এরপর এজবাস্টনে দু-ইনিংসেই সেঞ্চুরি। ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ সেঞ্চুরি করলেন শুভমন গিল। একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে। এখনও এক ম্যাচ বাকি। তার মধ্যেই পেরিয়ে গিয়েছেন ৭০০ রান। সিরিজে সবচেয়ে বেশি রান তাঁরই। এক সেঞ্চুরিতে কী রেকর্ড গড়লেন শুভমন গিল?
এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে ৭০০ প্লাস রানের রেকর্ড গড়লেন শুভমন গিল। ম্যাঞ্চেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রান করতেই এই রেকর্ড। শেষ অবধি ১০৩ রানে ফেরেন শুভমন গিল। ব্যাটার হিসেবে যেমন রেকর্ড, তেমনই ক্যাপ্টেন হিসেবেও ইতিহাস। ক্যাপ্টেন হিসেবে টেস্টে এক সিরিজে ৭০০ প্লাস রানের রেকর্ড রয়েছে কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান (দু-বার), স্যার গ্যারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাসকর, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ এবং গ্রেম স্মিথের।
সেঞ্চুরির নিরিখেও নতুন রেকর্ড গড়লেন শুভমন গিল। বিশ্বের তৃতীয় ক্যাপ্টেন হিসেবে এক সিরিজে চারটি সেঞ্চুরির রেকর্ড। এর আগে এই কীর্তি ছিল স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ও ভারতের প্রাক্তন ক্যাপ্টেন কিংবদন্তি সুনীল গাভাসকরের। ভারতীয় ব্যাটারদের মধ্যে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৪) তালিকাতেও জায়গা করে নিলেন শুভমন। সুনীল গাভাসকর দু-বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজে চারটি সেঞ্চুরি করেছিলেন। শুভমন গিল এই সিরিজে চারটি সেঞ্চুরি করলেন।

