সিপিএমের আমলে কী হয়েছিল? চাকরি নিয়ে মমতার নিশানায় বামেরা

কলকাতা: প্রাথমিক থেকে মাধ্যমিক, এমনকী গ্রুপ ডি কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ ঘিরে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে একাধিক মামলায়। একদিন এই নেতা, পরদিন  মন্ত্রীকে ডাকছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মহামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দাগলেন আলিমুদ্দিন স্ট্রিট ও সিপিএমের মুখপত্রের বিরুদ্ধে।

এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘সিপিএমের আমলে কী হয়েছিল? ওদের দলের কাগজের সব রিপোর্টারের বউরা কী ভাবে টিচারি পেল? সবাই যোগ্যতায় পেয়েছিল? আমি নাম বলতে চাইছি না।’

সেইসঙ্গে সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান মমতা। বলেন, ‘সিপিএমের বিকাশবাবু খালি চাকরি কাড়তে মামলা করছেন। আপনার সময়ের ফাইলগুলো বের করব? কারা বার্থ সার্টিফিকেট পেয়েছিল? বলেছিলাম বদলা নয় বদল চাই। তাই কিছু করিনি।’ তৃণমূলনেত্রী বলেন, সিপিএমের আমলে ১০-১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছিল।

এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘গোটা দুনিয়া জেনে গিয়েছে তৃণমূল চাকরি চোর। এক মন্ত্রীর মেয়ের চাকরি গিয়েছে। তাঁকে সিবিআই অফিসে ছুটতে হয়েছে। আজকে মঞ্চে যাঁরা বসেছিলেন তাঁদের অনেকে প্রহর গুণছেন এই বুঝি সিবিআই ডাকল। এখন ফেঁসে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা অভিযোগ তুলছেন সিপিএমের নামে।” সুজন বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী হাওয়ায় কথা না বলে তথ্য সামনে আনুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =