কেকেআরের বিরুদ্ধে কী হতে পারে আরসিবির একাদশ !

ফাফ ডু’প্লেসিকে রিটেন করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বদলে গিয়েছে ক্যাপ্টেনও। ডুপ্লেসির জায়গায় এ বার আরসিবিকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার। স্বাভাবিক ভাবেই নতুন ওপেনিং কম্বিনেশনও দেখা যাবে। বিরাট কোহলির সঙ্গে কে ওপেন করতে পারেন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সংস্করণ শুরু ২২ মার্চ। আর প্রথম দিনই মাঠে নামছে আরসিবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে তারা। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচে কেমন হতে পারে আরসিবির একাদশ?

আরসিবি শিবিরে অবশ্য শুরুতেই ধাক্কা। অজি পেসার জশ হ্যাজলউডকে মেগা অকশনে ১২.৫ কোটিতে নিয়েছিল আরসিবি। যদিও চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি জশ। আইপিএলেও প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না সন্দেহ। এমনকি কত ম্যাচে পাওয়া যাবে না, তাও নিশ্চিত নয়। তবে ব্যাটিং শক্তি বেড়েছে বলাই যায়। গত মরসুমে কেকেআরে খেলা ফিল সল্ট এ বার আরসিবিতে। বিরাট কোহলির সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে সল্টকেই। ক্যাপ্টেন রজত পাতিদার তিন নম্বরে নামতে পারেন। মিডল ও লোয়ার অর্ডারে একঝাঁক পাওয়ার হিটার রয়েছেন। লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ত্রু«নাল পান্ডিয়া। বিদেশি কিপার ব্যাটার ফিল সল্ট থাকলেও প্রথম চয়েস কিপার অবশ্য তিনি নন। স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই খেলানোর সম্ভাবনা সল্টকে। উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাওয়ার সম্ভানা জীতেশ শর্মাকেই। পঞ্জাব কিংসে খেলতেন জীতেশ। এ বার বড় অঙ্কে তাঁকে নিয়েছে আরসিবি। আরসিবির বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। এ ছাড়াও থাকছেন লুনগি এনগিডি, যশ দয়াল, রশিক সালাম। স্পিনার প্রয়োজন হলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে সূয়াশ শর্মাকে। তিনিও কেকেআরেই ছিলেন। প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথম ম্যাচেই খেলার সুযোগ হতে পারে সূয়াশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =