সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

ঘরের মাঠে গত পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে সুযোগ ছিল, টানা ছ-টি হারের স্বাদ দেওয়া। বিরাট-রোহিতহীন ভারতীয় দল সেটা পারল না। অনবদ্য বোলিং-ফিল্ডিং শেষে দায়িত্বশীল ব্যাটিং। ওয়ান ডে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক তথা অভিজ্ঞ ব্যাটার শেই হোপ আরও একটা ভালো ইনিংস খেললেন। তবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নজর কাড়লেন তরুণ ব্যাটার কেসি কার্টি। বিরাট কোহলির দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটের রহস্য বলে কিছু নেই। বারবার বলে এসেছেন ফিটনেসের কথা। বিরাট মাঠে থাকলে সেই এনার্জিটা বাকিদের মধ্যেও ছড়িয়ে যায়। ফিল্ডিং হোক কিংবা রানিং বিটউইন দ্য উইকেট, বিরাটের জুরি মেলা ভার। রানিং বিটউইন দ্য উইকেটে এমনই নজর কাড়লেন কেসি কার্টি। তাঁর দৌড়ে চাপে পড়ল ভারতীয় ফিল্ডিং। তেমনই তাঁর ব্যাটিং সঙ্গী শেই হোপও সাবাশি দিতে বাধ্য হলেন। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ম্যাচে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বিরাট-রোহিতের অনুপস্থিতি কাজে লাগাতে ব্যর্থ তরুণ ব্যাটাররা। ঈশান কিষাণ প্রথম ম্যাচের মতোই নজর কাড়লেন। কেরিয়ারের পঞ্চম ওডিআই হাফসেঞ্চুরি ঈশানের। মিডল ও লোয়ার অর্ডারে বিপর্যয়, ১৮১ রানেই অলআউট ভারত। বোর্ডে ১৮২ রানের লক্ষ্য তাড়ায় বিপাকে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম স্পেলে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন শার্দূল ঠাকুর। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ যাদব-রবীন্দ্র জাডেজার মতো স্পিনার এমন পরিস্থিতি থেকেও ম্যাচ ঘোরাতে পারেন। তবে দায়িত্বশীল ইনিংস ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারের। অধিনায়ক শেই হোপের সঙ্গে ক্রিজে যোগ দেন তরুণ ব্যাটার কেসি কার্টি। অবিচ্ছিন্ন জুটিতে ৯১ রান যোগ করেন শেই হোপ ও কেসি কার্টি। কেরিয়ারের ২৪ তম ওডিআই হাফসেঞ্চুরি শেই হোপের। তবে নজর ছিল তরুণ কেসি কার্টির দিকে। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য তখন মাত্র ৪ রান। ৪৪ রানে ক্রিজে ছিলেন কার্টি। জয়ের জন্য চাই বাউন্ডারি, হাফসেঞ্চুরির জন্য ওভার বাউন্ডারি। দ্বিতীয়টিই লক্ষ্য ছিল কার্টির। যদিও অল্পের জন্য হল না। বাউন্ডারি মেরে দলকে জেতালেও হাফসেঞ্চুরি অধরা থাকল কেসি কার্টির। ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ। শেই হোপ ৬৩ এবং কেসি কার্টি ৪৮ রানে অপরাজিত। সিরিজ সমতায়। শেষ ম্যাচেই সিরিজের ফল নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 14 =